প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৪, ৫:০০ পি.এম
গাইবান্ধায় ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট অনুষ্ঠিত

আঃ জলিল মন্ডল (গাইবান্ধা) প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মিডিয়া সেল বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল।
আলোচক জেলা বিএনপির সাবেক সাবেক এমপি সাইফুল আলম সাজা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, মোর্শেদ হাবীব সোহেল, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, কামরুল হাসান সেলিম, রাগিব হাসান চৌধুরী প্রমুখ।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস' কামনায় দোয়া করা হয়। বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Copyright © 2025 upcm সংবাদ 24. All rights reserved.