মোঃ হারুন অর রশিদ বগুড়া জেলা প্রতিনিধি
বুধবার সকাল ১১টায় বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের ১ কোটি ২২ লাখ ৭ হাজার ৪০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
উক্ত উন্মুক্ত বাজেট ঘোষনা করেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউ পির সচিব টি এম হেলাল হাফিজ, বীরকেদার ইউ পির হিসাব সহকারী সাবিহা সুলতানা, বীরকেদার ইউ পি সদস্য যবিবর রহমান যবু, আলেফ উদ্দিন পুটু, সাঈদী সরদার, সাবানা আক্তার, মিতালী বেগম, আনোয়ারা বেগম, মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা, আনছার আলী সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply