মোঃ হারুন অর রশিদ বগুড়া জেলা প্রতিনিধি
আজ বুধবার (২৯ই মে) সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম শুভ ইমরান। তিনি শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর। ভোটকেন্দ্রে তিনি সাজেদুর রহমান সাহীনের আনারস প্রতীকের হয়ে কাজ করছিলেন।
শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল নাইম বলেন, বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেরপুর পৌরসভার কাউন্সিলর ইমরান শুভ আনারস প্রতীকের পক্ষে স্লিপ বিতরণ করছিলেন। মূলত তিনি একজন বহিরাগত। বহিরাগত হয়ে তিনি এ কাজ করতে পারেন না। পরে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply