1. admin@upcmsangbad24.com : upcm24admin :
শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিঠাপুকুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিব ও শেখ রাসেলের ছবি মিঠাপুকুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে পরকীয়ার জেরে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ মিঠাপুকুরে বাড়িতে হামলা ও বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি। চা খাওয়ার জন্য ঘুষ নেন ইউএনও অফিস সহকারী রায়হান মিঠাপুকুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মিঠাপুকুরে মাদক জুয়া নির্মূলে সাধারণ মানুষের প্রশংসা পাচ্ছেন ওসি আবু বক্কর সিদ্দিক মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিঠাপুকুরে ডিপ্লোমা পড়ুয়া কলেজ ছাত্রের আত্মহত্যা

রাঙ্গামাটিতে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশনের Unplastic Bangladesh 2024 ক্যাম্পেইনে অংশগ্রহণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৫৫ বার শেয়ার হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

প্রতি বছরের ন্যায় এ বছরও Green Lead এর তত্ত্বাবধানে Sonali Bioplastic এবং Eambassy of Netherlands in Bangladesh এর সহযোগিতায় Unplastic Campaign এর আয়োজন করা হয়েছে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে সমগ্র রাঙ্গামাটিতে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশনের Unplastic Bangladesh 2024 ক্যাম্পেইনে অংশগ্রহণ জনসাধারণকে প্লাস্টিকের ব্যবহার বিষয়ে সচেতন করা হয়েছে। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং এর পুনঃব্যবহার করা সম্পর্কে মানুষকে অবগত করা এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

মূল সমস্যা হলো পরিবেশে প্লাস্টিকের প্রভাব সুদূরপ্রসারী এবং বিধ্বংসী। প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনার কারণে একটি বড় পরিমাণের প্লাস্টিক বর্জ্য গিয়ে জমা হয় ভাগাড়ে, যেগুলো পচতে সময় গেলে যায় বছরের পর বছর। এ ছাড়া অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে একটি মোটামুটি পরিমাণে প্লাস্টিক বর্জ্যের গন্তব্য হয় জলাশয়গুলো, যার জের ধরেই ক্রমবর্ধমান সমুদ্র দূষণের সমস্যাটি আরও বৃদ্ধি পায়।

সমুদ্র যেন প্লাস্টিক বর্জ্যের এক বিশাল মজুদ হয়ে দাঁড়িয়েছে। আর এতে করে বিপর্যস্ত হচ্ছে সামুদ্রিক জীবন। জাতিসংঘের পরিবেশ প্রোগ্রামের (ইউএনইপি) পরিসংখ্যান থেকে জানা যায়, ৮ মিলিয়নেরও বেশি মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য প্রতি বছর সমুদ্রে প্রবেশ করে। এই প্লাস্টিক দূষণ সামুদ্রিক প্রাণীদের জন্য বিশাল হুমকির রূপ নেয়, কেন না তারা প্রায়ই ভুল করে প্লাস্টিককে খাবার মনে করে বা বিভিন্নভাবে তাদের শরীর প্লাস্টিকের সঙ্গে জড়িয়ে যায়।

প্লাস্টিক বর্জ্যের ফলে মাটি দূষিত হয় এবং এতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে জীবজগত ও উদ্ভিদকূল উভয়েই ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া প্লাস্টিক দূষণের কারণে মাটির উর্বরতা ব্যাহত হয়, কৃষি উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হয় এবং বাস্তুতন্ত্রের সুস্থতা বিঘ্নিত হয়।

প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ফেলার ফলে পরিবেশে বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশে যায়, যার ফলে বায়ু দূষণ ঘটে এবং পরবর্তীতে শ্বাস-প্রশ্বাস জনিত রোগব্যাধির মাত্রা বৃদ্ধি পায়।

প্লাস্টিক দূষণের সবচেয়ে ভয়ের দিকটি হচ্ছে এর দীর্ঘস্থায়িতা। প্লাস্টিকের পচনে বহু বহু বছর কেটে যায় এবং বহু বছর পরও এটি ভেঙে গিয়ে মাইক্রোপ্লাস্টিক নামের ক্ষুদ্রাংশে পরিণত হয়। মাইক্রোপ্লাস্টিকের আকার ৫ মিলিমিটারের চেয়েও কম এবং সমুদ্রের তলদেশ থেকে শুরু করে যে বাতাসে আমরা শ্বাস নিই– তার সবখানেই এখন মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এই ছোট ছোট কণাগুলো খাদ্যশৃঙ্খলের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকির জন্ম দেয়।

তাই প্লাস্টিক ব্যবহারে সাধারণ মানুষদের সচেতন করতে প্রতি বছর সারা বাংলাদেশে স্থানীয় সংগঠন এবং সচেতন নাগরিকদের সহায়তায় এই ক্যাম্পেইন পরিচালিত হয়।

এর প্রেক্ষিতে রাঙ্গামাটির সেচ্ছাসেবী সংগঠন Youth Volunteer Foundation (YVF) দ্বিতীয় বারের মতো উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। ক্যাম্পেইনটি YVF এর প্রতিষ্ঠাতা মোঃ মোস্তফা (রাজু) নেতৃত্বে পরিচালিত হয় এবং সংগঠনের অন্যান্য সদস্যগণ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। তিনি মনে করেন প্লাস্টিকের ব্যবহার কমাতে পারলে পরিবেশ ধ্বংসের হার ক্রমান্বয়ে হ্রাস পাবে। ভবিষ্যতেও আমরা এইধরনের সকল কার্যক্রমে অংশগ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২৪, (UPCM সংবাদ২৪) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি