বগুড়া জেলা প্রতিনিধিঃ
বুধবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং নব-নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগমকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের ভালশুন বাজারে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গণ-সংবর্ধনা প্রদান করা হয়।
গণ-সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালঞ্চা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ।
মালঞ্চ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বল্টু এর সঞ্চালনায় গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জামগ্রাম ইউ পি চেয়ারম্যান প্রভাষক মো. মনোয়ার হোসেন খোকন, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি সদস্য আশরাফুদ্দৌলা ডলার, উপজেলা আওয়ামীলীগের সদস্য তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, যুব বিষয়ক সম্পাদক নয়ন তালুকদার, মালঞ্চা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, মালঞ্চা ইউপি সদস্য আব্দুল আলিম কবিরাজ, আওয়ামীলীগনেতা ও ইউ পি সদস্য আব্দুল মান্নান, আওয়ামীলীগনেতা ও সাবেক সদস্য আব্দুল মতিন (বাবলা), আওয়ামীলীগনেতা আব্দুল আলীম প্রমূখ। গণ-সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply