নবাবগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন(৪র্থ ধাপ) উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে নির্বাচনী প্রশিক্ষন ইনিস্টিটিউটের আয়োজনে ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার আনিসুর রহমান, দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আফতাবুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার রাফিদ মোস্তফা প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্য দেন।
প্রশিক্ষনে ৮০ জন প্রিজাইডিং অফিসার, ৫৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার ১ হাজার ৫০ জন অংশ গ্রহন করে। দুটি ভাগে দুইদিন ব্যাপি এ প্রশিক্ষনে অংশ অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুন উপজেলাতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।