বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলা পুলিশের অভিযানে সদর থানার মাটিডালী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর আইএফআইসি ব্যাংক এর উপশাখার সিন্দুক (ভোল্ট) ভেঙ্গে ২৯ লক্ষাধিক টাকা চুরি মামলার মূল রহস্য উদঘাটন, অভিযুক্ত গ্রেফতার ও টাকাসহ অন্যান্য আলামত উদ্ধার।
গত ১২/০৬/২০২৪ তারিখ বিকাল ০৫.২০ ঘটিকার পর হতে ইং-১৩/০৬/২০২৪ তারিখ সকাল অনুমান ০৯.৪২ ঘটিকার পূর্বে যে কোন সময় বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমান মোড়, খান কমপ্লেক্স এর ২য় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসি, বগুড়া শাখা এর অধীনে উপ-শাখা, বিমান মোড় উপ-শাখার সিন্দুক ভেঙ্গে সিন্দুকে রক্ষিত সর্বমোট ২৯,৪০,৬১৮/-(ঊনত্রিশ লক্ষ চল্লিশ হাজার ছয়শত আঠারো) টাকা চুরি করে নিয়ে যায়।
এজাহারের প্রেক্ষিতে বগুড়া সদর থানার মামলা নং ৪৭, তাং ১৩/০৬/২০২৪ খ্রি., ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড রুজু হয়। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরাফত ইসলাম ও জনাব মোঃ সাইহান ওলিউল্লাহ, পিপিএম, অফিসার ইনচার্জ, সদর থানা, বগুড়া’র নেতৃত্বে বগুড়া সদর থানার একটি চৌকস টিম ভিডিও ফুটেজের অংশ অত্যান্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ, অভিযুক্তদের শারিরিক অবয়ব ও তথ্য প্রযুক্তির সহায়তায় ১৯/০৬/২০২৪ খ্রি. তারিখ অভিযান শুরু করে। ০৫ দিন ব্যাপি বগুড়া জেলার সোনাতলা, শিবগঞ্জ, আদমদিঘী থানা এলাকা সহ ঢাকা মহানগরের দক্ষিণখান থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে গত ২৩/০৬/২০২৪ খ্রি. তারিখে অভিযুক্ত মোঃ পাভেল (২৫)কে গ্রেফতার করিয়া বগুড়া জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করিয়া তদন্তে প্রাপ্ত ও ঘটনার সহিত সরাসরি জড়িত অন্যান্য অভিযুক্ত শ্রী বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু (২৮), শ্রী বিমল রাজভর (৩০) এবং ইং ২৪/০৬/২০২৪ তারিখে ঢাকার দক্ষিণখান থানা এলাকা হতে অভিযুক্ত মোঃ জাহিদুল ইসলাম (২৯)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ পাভেল(২৫), পিতা-মৃত সাইফুল ইসলাম, মাতা-মোছাঃ তুলি বেগম, সাং-দক্ষিণ আটকরিয়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়া।
২। শ্রী বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু (২৮), পিতা-মৃত বিপুল চন্দ্র সরকার, মাতা-শ্রীমতি নন্দা রানী, সাং-তালশন কুন্ডুপাড়া, থানা-আদমদিঘী, জেলা-বগুড়া।
৩। শ্রী বিমল রাজভর (৩০), পিতা-মৃত ফুল কিশোর রাজভর, মাতা-শ্রীমতি সোহাগী রাজভর, স্থায়ী সাং-সিংড়িয়া, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধা, এপি সাং-পাড় টেপাগাড়ী (শশুর বাড়ী), থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া।
৪। মোঃ জাহিদুল ইসলাম (২৯), পিতা-মৃত ফারাজ মুন্সি, মাতা-মোছাঃ জয়গুন, স্থায়ী সাং-হুকমাপুর, এপি সাং-বড় টেংড়া হারবালা আদর্শ গ্রাম, থানা ও জেলা-বগুড়া।
উদ্ধারকৃত আলামতঃ
১। সর্বমোট ১০,৮৫,৯৪০/-(দশ লক্ষ পঁচাশি হাজার নয়শত চল্লিশ)টাকা। (চুরি হওয়া বিভিন্ন মূল্যমানের মূদ্রা/নোট)
২। ০১(এক)টি লাল রংয়ের TVS Apache 160 মোটরসাইকেল (যা চুরি হওয়া টাকা দ্বারা ক্রয়কৃত)।
৩। ০১(এক)টি লোহার তৈরি টায়ার লিভার (যা সিন্দুক ভাঙ্গার কাজে ব্যবহৃত)।
ধৃত অভিযুক্ত মোঃ পাভেল এর পিসিপিআর যাচাই অন্তে জানা যায়, তার বিরুদ্ধে ০১ টি চুরি ও ০১ টি মাদকের মামলা এবং ধৃত অভিযুক্ত জাহিদুল এর পিসিপিআর যাচাই অন্তে জানা যায়, তার বিরুদ্ধে ০১ টি চুরি বিজ্ঞ আদালতে বিচারাধীন।
প্রকাশ থাকে যে, ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে। এছাড়া তদন্তে প্রাপ্ত অন্য পলাতক অভিযুক্তকে গ্রেফতার করিয়া চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলমান আছে।
Leave a Reply