বগুড়া জেলা প্রতিনিধিঃ
সোমবার সকালে বগুড়ার কাহালুতে ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইস্ড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগিদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা সমাজ সেবা অফিসের উদোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আর্থিক অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। উপজেলা নির্বাহী কর্মকতা মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবিদুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
Leave a Reply