বগুড়া জেলা প্রতিনিধিঃ
২৪ জুন সোমবার সকালে বগুড়ার কাহালুতে ১ হাজার ৬ শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাহালু অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবিদুর রহমান, বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা
স্বপন কুমার, মাসুদ রানা সহ ক্ষুূদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ২৩/২৪ অর্থবছরে জরিপ ২৪/২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধি জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদণা কর্মসূচির আওতায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৬ শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি পর্যায়ক্রমে বিনামূল্যে বিতরণ করা হবে।
Leave a Reply