হারুন অর রশিদব- গুড়া জেলা প্রতিনিধিঃ
রবিবার দুপুরে বগুড়ার কাহালু পৌরসভার ৩৮ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৯৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌরসভা হল রুমে ২০২৪/২৫ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান। এ বাজেটে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৮ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৮২৮ টাকা সত্তর পয়সা।
আর ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ২২৪ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২২ কোটি ১৮ লাখ ৩ হাজার ২২৭ টাকা সত্তর পয়সা ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৩৮ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৮২৮ টাকা সত্তর পয়সা। এছাড়া একই অর্থ বছরে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৯৫ টাকা ২৮ পয়সা। এর মধ্যে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ১৮ লাখ ৬ হাজার ৬৩২ টাকা। এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ২২৪ টাকা। আয়ের প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে ১৬ লাখ ৬ হাজার ২৬৬ টাকা ৫৮ পয়সা। আর ব্যয়ের সমাপনী স্থিতি দেখানো হয়েছে ২৬ লাখ ৬ হাজার ৮৭১ টাকা ২৮ পয়সা।
বাজেট উক্ত অনুষ্ঠানে পৌরসভার প্রকৌশলী এখলাস হোসেন, সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, প্যানেল মেয়র ইউসুফ আলী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর, ইব্রাহীম আলী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জাহেদুর রহমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম,৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সাইফুল, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলিম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক মোজাম ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন বাদল , মহিলা কাউন্সিলর রশিদা আক্তার বাবলি ও শিউলী রাণী,পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের বগুড়া জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম,পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কাহালু উপজেলা শাখার সভাপতি মোঃ হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম সহ অত্র পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply