বগুড়া জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার সকাল ১১টায় বগুড়ার দুপচাঁচিয়ার নওগাঁ মহাসড়কে চৌমুহনী
নামক স্থানে ঢাকা মেট্রো ট একটি ট্রাক সান্তাহার থেকে দুপচাচিয়া আসার পথে এবং দুপচাচিয়া থেকে চৌমুহনী যাবার পথে একটি মোটরসাইকেল ২জন আরোহী সহ মোটরসাইকেলে ঐ ট্রাকটি ধাক্কা দিলে আরোহী ২জন গুরুতর আহত হন। আহত ১জন মোঃ তারেকুল ইসলাম ( ১৮) সেপেশায় একজন ছাত্র, পিতা,মোঃ আনছার আলী সাং তারা জুন। ২নং মোঃ নাহিদ হাসান, পিতা মোঃ শহিদুল ইসলাম, সাং হাট সাজাপুর দুপচাচিয়া এদের কে তাৎক্ষণিক এলাকার স্থানীয় লোকজন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে এদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠান। এবং সেখানে তারা চিকিৎসারত আছেন।
Leave a Reply