বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে মুক্তার আলী (৪৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ই জুন) সকাল ১০টার দিকে উপজেলার উথলী রথবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুক্তার একই উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত হাসেম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে মুক্তার তার পৈত্রিক ভিটা নারায়ণপুর গ্রাম থেকে এসে রথবাড়ি এলাকায় বসবাস শুরু করেন।
মুক্তারের ভাবি মেনেকা বেগম জানান, রোববার রাতে পেটের ব্যথায় অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে ঘরের দরজা খুলে আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তার সঙ্গে কারও কোন দ্বন্দ্ব ছিল না বলেও জানান তিনি।
Leave a Reply