বগুড়া জেলা প্রতিনিধিঃ
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি হৃদয় বিদারক স্ট্যটাস দিয়ে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন ডাক্তার রুমানা শারমিন রুম্পা।
জানাগেছে, ডাক্তার রুম্পা মৃত আব্দুল কাউয়ুমের কণ্যা পৈত্রিক বাড়ি, শহরের বৃন্দাবনপাড়া জমিদার ভিলায় বসবাস করতেন। তাঁর স্বামী ডাক্তার সাজেদুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা, বগুড়ার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক।
গত ১৯ জুন বুধবার রাতে পারিবারিক কলোহের কারনে ঘুমের ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন, পরে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ডাঃ রুম্পা মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ বগুড়ায় আনা হবে।
এসমাজ দিনদিন যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ততই স্বামী স্ত্রীদের কলহ, বিবাহ বিচ্ছেদ ও আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ?
Leave a Reply