স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ডাচদের ‘হোমওয়ার্ক’ ভালোই হওয়ার কথা। সাকিবদের দুই সাবেক কোচ রাসেল ডমিঙ্গো এবং রায়ান কুক যে এখন কাজ করছেন নেদারল্যান্ডস শিবিরে। বাংলাদেশ দলের খুঁটিনাটি তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন ডাচ ক্রিকেটাররা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডাচ অলরাউন্ডার লোগান ফন বাইক সেটাই জানালেন, ‘এটা (ডমিঙ্গো এবং কুককে পাওয়া) আমাদের জন্য বাড়তি সুবিধা। রাসেল এবং রায়ান (বাংলাদেশের) খেলোয়াড়দের ভালোভাবে চেনে। তারা আগে ওদের কোচিং করিয়েছে।’
ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ডমিঙ্গো এবং কুকের দেওয়া টোটকাগুলো কাজে লাগাতে চান এই ডাচ ক্রিকেটার, ‘আমরা (তাদের পরামর্শগুলো) যথাসম্ভব মাঠে প্রয়োগ করার চেষ্টা করব। তারা হয়ত আমাদের সিক্রেট কিছু পরিকল্পনা দিতে পারে, যা তাদেরকে (বাংলাদেশকে) চমকে দিতে পারে। আমরা অনেক আত্মবিশ্বাসী কারণ তারা (বাংলাদেশের) খেলোয়াড়দের ভালোভাবে জানেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মতোই দুটি ম্যাচ খেলে একটি করে জয় এবং হারের দেখা পেয়েছে নেদারল্যান্ডস। নিজেদের সুপার এইটে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্ব সহকারে দেখছে ডাচরা। ফন বাইকের ভাষায়, ‘এই টুর্নামেন্টে এটা আমাদের সবচেয়ে বড় ম্যাচ। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। (সেন্ট ভিনসেন্টে) ভালো উইকেটে অনুশীলন করেছি।’
উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় কিংসটাউনের আরনস ভেল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের মতো সুপার এইটের সমীকরণে বাংলাদেশের জন্যও এই ম্যাচের গুরুত্ব অপরিসীম।
Leave a Reply