1. admin@upcmsangbad24.com : upcm24admin :
শনিবার, ১০ মে ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিঠাপুকুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিব ও শেখ রাসেলের ছবি মিঠাপুকুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে পরকীয়ার জেরে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ মিঠাপুকুরে বাড়িতে হামলা ও বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি। চা খাওয়ার জন্য ঘুষ নেন ইউএনও অফিস সহকারী রায়হান মিঠাপুকুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মিঠাপুকুরে মাদক জুয়া নির্মূলে সাধারণ মানুষের প্রশংসা পাচ্ছেন ওসি আবু বক্কর সিদ্দিক মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিঠাপুকুরে ডিপ্লোমা পড়ুয়া কলেজ ছাত্রের আত্মহত্যা

বৈধতাবিহীন সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না: এবি পার্টি

  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৭১ বার শেয়ার হয়েছে
ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদনঃ

রাজনৈতিক ‘বৈধতাবিহীন’ সরকারের বাজেট কখনই জনকল্যাণকর হতে পারে না বলে জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। নেতারা বলেন, যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে, প্রশাসন যন্ত্রকে অবৈধভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে ডামি নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে জোরপূর্বক গদি দখল করে রাখে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়- সেই সরকারের বাজেট কখনই জনকল্যাণকর হতে পারে না।

মঙ্গলবার বিকালে রাজধানীর বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের আসন্ন বাজেটকে সামনে রেখে এক প্রাক-বাজেট মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন এবি পার্টির নেতারা।

এতে পার্টির পক্ষে বক্তব্য উপস্থাপন করেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান ও সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান।

মূল বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি মনে করে ঋণ ও ঘাটতিভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি আগামীতেও সম্ভব হবে না। একটি অনির্বাচিত সরকারের উপর করদাতারা আস্থা রাখে না, যার ফলে নিয়ন্ত্রক সংস্থাসমূহ প্রয়োজনীয় কর আদায় করতে পারে না।

যথেষ্ট রাজস্ব আদায় না হওয়ার কারণে এ বছরের বাজেট হবে আরও বেশি ঋণ ও ঘাটতিনির্ভর। এ বছর আগের ১২ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে, যা মোট রাজস্ব আয়ের প্রায় এক-তৃতীয়াংশ। সরকারি কাজে ব্যয় কমানো কিংবা আর্থিক খাতের সংস্কার নিয়ে এদের কোনো উদ্যোগ নেই, এদের আগ্রহ অনুৎপাদনশীল উন্নয়ন প্রকল্পে।

সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের সবক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি। শেয়ার বাজার লুট হয়ে গেছে বহু আগে। ব্যাংক খাতের লুটপাট শেষ পর্যায়ে। যে সরকার নিজেই আইনকানুন ও সংবিধান লঙ্খন করে সেই সরকার কিভাবে আর্থিক ও প্রাশাসনিক শৃঙ্খলা ফেরাবে? এ সরকারের বাজেট কখনই জনকল্যাণকর হতে পারে না।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- এবি যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীর, আহমেদ বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, শরণ চৌধুরী, রুনা হোসাইন, এনামুল হক, পল্টন থানা সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মোল্লা রনি, যুবনেতা নাসির উদ্দিন সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২৪, (UPCM সংবাদ২৪) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি