নিজস্ব প্রতিবেদকঃ
বাণিজ্যিক ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো ধরনের শৈথিল্য দেখানো না হয় সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
সার্কুলারে বলা হয়, ব্যাংকের শাখার নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আলোকে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা নেয়নি বলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রতীয়মান হয়েছে। এতে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হচ্ছে।
এজন্য ব্যাংকগুলোকে শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাইরের চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি, আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপন করে সেগুলো ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ব্যাংকের নিরাপত্তার কাজে নিয়োজিত সিসিটিভি বা ক্যামেরাগুলো সার্বক্ষণিক সচল রাখাসহ মনিটরিংয়ের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। কোনো অঘটন ঘটলে ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা বা পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া ব্যাংকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত বা অধিক সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োজিত করা এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরীদের অস্ত্র চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণদানের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
Leave a Reply