মিঠাপুকুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১৬ নং মির্জাপুর ইউনিয়নের হযরতপুর নিবাসী নুরুন্নবী মিয়া মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মালয়েশিয়া থেকে ফেরত এসে এখন বাড়িতে অসুস্থ অবস্থায় আছে। তাকে দেখতে যান জেলা ও উপজেলা জামাতের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির ও ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মাস্টার সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তার সুস্থতা কামনা করে যাতে দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এর জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়।