নিজস্ব প্রতিবেদকঃ রায়হান কবির
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১ মাস মেয়াদী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য গনের জন্য “বুনিয়াদি প্রশিক্ষণ“ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলার বেগম রোকেয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
(১০জুন) সোমবার জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএজি) ঢাকা এর আয়োজনে ও উপজেলা প্রশাসন মিঠাপুকুর রংপুর এর বাস্তবায়নে, সমাপনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বর্মন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঠাপুকুর।
বিশেষভাবে উপস্থিত ছিলেন নুর আলম সিদ্দিক তদন্ত ওসি মিঠাপুকুর থানা, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মিঠাপুকুর এর সভাপতি ও মিঠাপুকুর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সম্পাদক মেহেদী হাসান (রিপুল) সহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও ৪০ জন গ্রাম্য পুলিশ প্রশিক্ষনার্থী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ৪০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ সহ, একটি করে পরিচয় পত্র (আইডি কার্ড) ও নগদ অর্থ ২৪ হাজার টাকা করে প্রশিক্ষণ বরাদ্দ্য হিসেবে প্রদান করা হয়। এবং এক মাস মেয়াদী এই প্রশিক্ষণের মাধ্যমে তিনজনকে সেরা প্রশিক্ষনার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদেরকে সম্মাননা স্মারক হিসেবে একটি করে ক্রেস প্রদান করা হয়।
Leave a Reply