নিজস্ব প্রতিবেদকঃ রায়হান কবির
আজ ২৩ শে জুন’বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। সংকট, সংগ্রাম ও অর্জনে গণমানুষের পাশে আওয়ামী লীগের ৭৫ বছর '৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ৬৬-এর ছয় দফা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন এবং বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ও প্রাচীন সংগঠন বাংলাদেশ আ'লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (২৩ জুন) মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ন আহবায়ক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমানের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে ঢাকা রংপুর মহাসড়ক হাইওয়ে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা হিসেবে এক বর্ণাঢ্য রেলি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দুপুর ১২ টায় উপজেলার বেগম রোকেয়া অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক আফসার মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন এইচ এন আশিকুর রহমান, কোষাধ্যক্ষ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, সাবেক প্রতিমন্ত্রী বন ও পরিবেশ মন্ত্রণালয়,
বিশেষ অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন রাশেক রহমান সদস্য, প্রচার ও প্রকাশনা উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং যুগ্ন আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখা এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিকনির্দেশনা ও আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল মুক্তিকামী শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।