নিজস্ব প্রতিবেদকঃ রায়হান কবির
রংপুরের মিঠাপুকুর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলার আলোচনা অনুষ্ঠান উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা প্রশাসন মিঠাপুকুর ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)এর বাস্তবায়নে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে,
প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরু চেয়ারম্যান উপজেলা পরিষদ মিঠাপুকুর। বিশেষ অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন বাবু নিরঞ্জন মোহন্ত ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মিঠাপুকুর, শামীমা আক্তার জেসমিন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মিঠাপুকুর, এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক কর্মকর্তা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সাংবাদিকবৃন্দ ও সুধীজন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, মানুষকে বিজ্ঞান মনস্ক করতে এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী শীর্ষক সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তর, এনজিও, স্কুল, কলেজ সহ বিভিন্ন বিজ্ঞান প্রদর্শণী মেলায় অংশগ্রহন করেন। পরে অতিথিরা মেলায় অংশ নেয় এবং স্টল পরিদর্শন করেন।