মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সোমবার অফিস কার্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি পলাশ টপ্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা কেন্দ্রীয় বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভ মিত্র ভিক্ষু। স্বপ্নচূড়া ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ রনজিত খালকোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি মোহন লাল কুজুর, সাধারণ সম্পাদক গোলাপ বাড়া, সাংবাদিক বাবুলাল মার্ডি, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টিউলিপ এক্কা, দপ্তর সম্পাদক রুমন টপ্য, শিক্ষা সহায়তা সুপার ভাইজার অমল খালকো প্রমুখ।
স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী মতবিনিময় সভায় জানান, বিগত এক বছর বিভিন্ন দাতা সংস্থার সহায়তার শিক্ষা সহায়তা প্রকল্প-০১, দি এশিয়া ফাউন্ডেশন কতৃক ধর্মীয় সম্প্রীতি ও আদিবাসীদের ভূমি সংক্রান্ত ও সরকারি আইনি সেবা বিষয়ক প্রকল্প। যুবদের নেতৃত্ব বিকাশের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সহ সামাজিক ও সাংস্কৃতি কার্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply