নিজস্ব প্রতিবেদকঃ রায়হান কবির
গত একুশে মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (দ্বিতীয়া ধাপে) রংপুর বিভাগের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণের শপথ গ্রহণ অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন জনপ্রিয় জননেতা কামরুজ্জামান কামরু
(৬ জুন) বৃহস্পতিবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর বিভাগের আয়োজনে, রংপুর বিভাগের স্থানীয় সরকার এর পরিচালক জনাব আবু জাফর এর সভাপতিতে, প্রধান অতিথি: হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান জাকির হোসেন বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন বি,পি এম (বার) পিপিএম ডিআইজি রংপুর রেঞ্জ, সাইফুজ্জামান ফারুকী পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) রংপুর মেট্রোপলিটন, মোবাশ্বের হাসান জেলা প্রশাসক রংপুর, ফেরদৌস আলী চৌধুরী পুলিশ সুপার রংপুর, সহ বিভিন্ন সিনিয়র অফিসারগণ উপস্থিত ছিলেন, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।
এ সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে নির্বাচিত ২১ টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গন শপথ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা থেকে শপথ নেন নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান কামরু।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে টাউন হল থেকে আনন্দ মিছিল নিয়ে বঙ্গবন্ধুর চত্বরে এসে জাতির জনক বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন ও পুস্পামাল্য অর্পণ করেন মিঠাপুকুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, এবং রংপুর থেকে আনন্দ মিছিলের অংশ হিসেবে রংপুর ঢাকা হাইওয়ে রোড শো শেষে মিঠাপুকুর উপজেলায় আসলে গণ সংবর্ধনায় উজ্জীবিত করেন মিঠাপুকুর বাঁশি।