1. admin@upcmsangbad24.com : upcm24admin :
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিঠাপুকুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিব ও শেখ রাসেলের ছবি মিঠাপুকুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে পরকীয়ার জেরে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ মিঠাপুকুরে বাড়িতে হামলা ও বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি। চা খাওয়ার জন্য ঘুষ নেন ইউএনও অফিস সহকারী রায়হান মিঠাপুকুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মিঠাপুকুরে মাদক জুয়া নির্মূলে সাধারণ মানুষের প্রশংসা পাচ্ছেন ওসি আবু বক্কর সিদ্দিক মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিঠাপুকুরে ডিপ্লোমা পড়ুয়া কলেজ ছাত্রের আত্মহত্যা

রংপুরে একদিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৭২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরে একদিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো নগরীর ভুরারঘাট এলাকার আনিছুল হকের মেয়ে আরশি বেগম (১০), রতন মিয়ার ছেলে মোরসালিন আহমেদ জিম (৭), পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে আয়শা (৯), একই গ্রামের মুকুল মিয়ার ছেলে আয়াত (৯), এবং মিঠাপুকুর পশ্চিম বড়বালা গ্রামের এরশাদুলের মেয়ে মিফতাহুল জান্নাত মাইশা (১)।

বুধবার দুপুর থেকে বিকালের মধ্যে ঘাঘট নদ ও পুকুরের পানিতে ডুবে পৃথক তিনটি ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিঠাপুকুরের পশ্চিম বড়বালা গ্রামে শিশু মাইশা বাড়ির উঠানে খেলছিল।

সকাল ৮টার দিকে সে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। স্থানীয়রা তার লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।এদিকে, বুধবার দুপুর ২টায় আজমাইন ও জিম রংপুর নগরীর ভুরারঘাট এলাকায় ঘাঘট নদে গোসল করতে নামে এবং তারা পানিতে ডুবে যায়।

এ সময় স্থানীয়রা দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আতাউর রহমান এবং সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া ইসলাম শিপলু।

অপরদিকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের দমদমা ব্রিজ সংলগ্ন আঠারকোটা গ্রামে ঘাঘট নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আয়শা ও আয়াত। অদ্য দুপুর আড়াই ঘটিকার সময় পার্শ্ববতী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় বিকাল সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজনের পাতানো জালে আটকে যায় তারপর তাদের দুইজনকে তুলে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায় একজন পথিমধ্যে মারা যায় তাকে সঙ্গে সঙ্গে ফেরত আনে অন্যজন রংপুর মেডিকেলে মারা যায় বর্তমানে তাকেও বাড়িতে নিয়ে আসে। তথ্যসূত্র মিঠাপুকুর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২৪, (UPCM সংবাদ২৪) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি