নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫ নং বালারহাট ইউনিয়নের খন্দকার পাড়ায়, রাইস ট্রান্সপ্লান্টার এর সাহায্যে আউজ ধানের চারা রোপনের মাধ্যমে সমালয়ে চাষাবাদ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩ জুন) সোমবার বিকাল ৪ ঘটিকায় কৃষি সমৃদ্ধি, ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার এর সাহায্যে আউশ ধানের চারা রোপণের মাধ্যমে সমালয়ে চাষাবাদ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিঠাপুকুর, এর বাস্তবায়নে, কৃষকের মাঝে দুটি মেশিন কৃষি প্রণোদনা হিসেবে বাস্তবায়িত মেশিনের উদ্বোধন অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে,
প্রধান প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জাকির হোসেন সরকার মাননীয় জাতীয় সংসদ সদস্য ২৩-রংপুর, ৫-মিঠাপুকুর ও সদস্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রিয়াজ উদ্দিন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রংপুর। এছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা মিঠাপুকুর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ বিভিন্ন এলাকা থেকে আশা কৃষি বান্ধব কৃষকেরা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলচনা সভায় বক্তারা জানান রাইস ট্রান্সপ্লান্টার’ চারা রোপণের যন্ত্র দিয়ে অতি অল্প সময়ে চারা রোপন করা যায়। এতে কৃষকের সময় শ্রম ও অর্থের সাশ্রয় হবে৷ এ যন্ত্রের সাহায্যে ১ ঘন্টায় প্রায় এক একর জমিতে ধান রোপণ করা যায়। এর ফলে কৃষি শ্রমিকের সংকট মোকাবেলা সহজ হবে। পাশাপাশি কৃষি উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে। কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, কৃষিতে যান্ত্রিকীকরণ জনপ্রিয় করতে সরকার ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণসহ বিভিন্ন জেলা ও উপজেলার সমলয়ে চাষাবাদ কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে।
রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে অতি অল্প সময়ে অধিক পরিমাণ জমিতে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চারা রোপণ করা যায়। যার ফলে কৃষকের ব্যয় কমে যায়। পাশাপাশি এই পদ্ধতিতে ২০ থেকে ২৫ দিন বয়সের রোপণ করা যায়। ফলে রোপা আমন চাষের পর কৃষকরা সরিষা চাষ করে দ্রুততম সময়ের মধ্যে ট্রেতে বোরো ধানের বীজতলা তৈরি করে বোরো ধান রোপন করতে পারবে।
এতে সহজেই দুই ফসলি জমি কে তিন ফসলী জমিতে রূপান্তর করা সম্ভব হবে। কৃষকদের কে সরকারের দেওয়া যন্ত্রের ব্যবহার সম্পর্কে কৃষকে আগ্রহী করে তুলতে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। যার কারনে দিন দিন এই মেশিনের চাহিদা বাড়ছে।
উপজেলায় চাহিদার ভিত্তিতে কৃষকের মাঝে আগামীতে আধনিক প্রযুক্তির এ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিন বিতরণ করা হবে। উপজেলা প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য কৃষকের অর্থ, শ্রম এবং সময় সাশ্রয় করে কৃষককে লাভবান করা। সে লক্ষ্যে ধানের চারা রোপণ, ক্ষেত্রে আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করা হয়েছে।
Leave a Reply