হারুন অর রশিদ- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বুধবার ১০ জুলাই ২০২৪ খ্রি. সকাল ১০টায় ফুলে ফুলে সজ্জিত গাড়িতে করে চিরাচরিত নিয়মে ফুলেল রশি টেনে বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএমকে বিদায় জানানো হয়।
এসময় জেলা পুলিলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম দীর্ঘ দিন দায়িত্ব পালনে দক্ষতা দেখালেও তার সময় সবশেষে ২০২৪ জুন মাসে দশটি মার্ডার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে।