হারুন অর রশিদ- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহ*তরা হলেন, সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সাইফুল ইসলাম (৪) ও অটোরিকশার চালক নাসিম হোসেন (৩০)। নাসিম সিরাজগঞ্জের তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।
আহতরা হলেন, শেরপুরের গোলাম (৫০) ও কাওছার আলী।
সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি বগুড়ার শেরপুরের দিকে আসছিল। ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী দ্রুতগামী ট্রাক সেটিতে সামনে থেকে ধাক্কা দেয়।
এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। হতাহতরা সকলে সিএনজির যাত্রী।
শেরপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হাশেম বলেন, ঘটনাস্থলে চার জন মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।