নিজস্ব প্রতিবেদক- রুবেল ইসলাম:
" পুলিশই জনতা,জনতাই পুলিশ"প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলায় সাধারণ মানুষকে সচেতন করতে বাংলাদেশ পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মিঠাপুকুর থানার দ্বিতীয় তলায় থানা পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজনে করেন।
মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে প্রধান আলোচক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার শাহজাহান,পিপিএম।এছাড়াও ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন ডি-সার্কেল(মিঠাপুকুর ও পীরগঞ্জ) সহকারী পুলিশ সুপার হাসান মাহমুদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরু, ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ও কমিউনিটি পুলিশের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী সহ প্রমূখ।
এসময় পুলিশ সুপার বলেন- আপনারা আপনাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন যাতে তারা মাদকাসক্ত সহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না হয়। আইনী সেবায় থানাসহ জেলা পুলিশের দরজা সর্বদায় উন্মুক্ত। এসময় তিনি সকল অভিভাবককে মোটরসাইকেল না কিনে দেওয়ার জন্য অনুরোধ করেন।কারণ যার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করার যোগ্যতা নেই তাদের মোটরসাইকেল কিনে দেওয়ার কারনে ২০ কিলিমিটার দূরে গিয়ে মাদক সেবন করেন।
ওপেন হাউজ ডে তে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এবং নানাবিধ আইন শৃঙ্খলা বিষয়ে সরাসরি পুলিশ সুপারকে প্রশ্ন করেন সাধারণ জনগন।