জহুরুল ইসলাম- হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শেষ হয়েছে।
বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলা অডিটরিয়াম হল রুমে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প ( জিএইচএমসি পাট) এর সহযোগিতায় সোমবার সকালে উপজেলা চত্বরে এই মেলা শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প। মেলায় অংশগ্রহণকারী স্টল ও কৃষি উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন উপস্থিত ছিলেন
Leave a Reply