হারুন অর রশিদ-বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু পাঁচ পীর বাজার প্রভাতী থিয়েটারের আয়োজনে বাংলাদেশ গ্রাম থিয়েটারের পুণ্ড্র অঞ্চলের তৃণমূলের সদস্য সংগঠন প্রভাতী থিয়েটারের গত ১৮ আগষ্ট ড. সেলিম আলাদীনের ৭৫ তম জয়ন্তী পালিত হয়। আয়োজনের শুরুতেই সকল নাট্যকর্মী নাট্যাচার্যের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন।
থিয়েটারের সভাপতি মোঃ আব্দুল বাছেদ তনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাতী থিয়েটারের সহ-সভাপতি ও কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ সুমন সরদার, দূর্গাপুর ইউনিয়নের ভাইস চেয়ারম্যান আকতারুনেছা, থিয়েটারের সদস্য মুক্তার, জামিল হোসেন, আবু সাঈদ,রনি ফকির, নিপু কর্মকার, এনামুল, রিজন, আরাফাত, নাজমুজ শাহাদৎ বিপু, অমিত, অনিত প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা থিয়েটারের সদস্য আবু হানিফ।
Leave a Reply