রায়হান কবির: সহ-সম্পাদক
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০ নং সানেরহাট ইউনিয়নের পাহাড়পুর গ্রামের ছেলে গার্মেন্টস কর্মী সোহাগ (১৭) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে শহীদ হন তার পরিবারের সাথে দেখা করতে যান রংপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও পীরগঞ্জ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৭ টার সময় শহীদ সোহাগের গ্রামের বাড়ি পাহাড়পুরে তার পরিবারের সাথে দেখা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও রংপুর জেলা জামায়াতের সম্মানিত আমির অধ্যাপক গোলাম রব্বানী, বিশেষভাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সম্মানিত জেলা সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নুরুল আমিন ও পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির একেএম ইদ্রিস আলী সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সকল জামায়াতের নেতৃবৃন্দ ও শহীদ সোহাগের পরিবার সহ তার কবর জিয়ারতে শরিক হন, আল্লাহতায়ালা যেন তাকে শহীদের মর্যাদা প্রদান করেন, এজন্য দোয়া প্রার্থনা করা হয়। এবং তার পরিবারকে সান্তনা দেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
Leave a Reply