সুলতান মারজান -মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:-
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান তালুকদার নিয়মিত পরিষদের কার্যাবলী সম্পাদন করছেন ।
এদিকে দেশের একটি টিভি চ্যানেলে শনিবার (১৭ই আগষ্ট) দেখানো হয় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার পরিষদে আসছেন না।
এর সত্যতা নিশ্চিতে পরিষদে গেলে দেখা যায় চেয়ারম্যান সোমবার (১৯ আগষ্ট) সকালে তার পরিষদ কক্ষে বসে ইউনিয়নের বিভিন্ন কার্যাবলী পরিচালনা করেছেন । এসময় স্থানীয় ৪/৫ জন মেম্বার উপস্থিত থাকতে দেখা যায় ।
এবিষয়ে চেয়ারম্যান সাঈদুর রহমান তালুকদার জানান, জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমি। চুরি করে নির্বাচিত হয়নি, নিয়মিত পরিষদে আসি এবং আমার দায়িত্ব যথাযথভাবে পালন করছি। আমি পরিষদে আসিনা এ বিষয়টি সম্পূর্ণ ভুল। আপনি চাইলে আসেপাশে খবর নিয়ে দেখতে পারেন।
পরিষদে সেবা নিতে আসা ও স্থানীয় ব্যক্তিরা জানান, চেয়ারম্যান প্রতিনিয়ত পরিষদে আসে । উনি খুব ভালো মানুষ, তার নামে ভুল প্রচারণা চালানো হয়েছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সচিব অন্বেষা সরকার বলেন, চেয়ারম্যান তো প্রতিনিয়ত আসছেন পরিষদে । উনি পরিষদে আসছেন না এটি সম্পূর্ণ ভুল একটি সংবাদ।