হারুন অর রশিদ-বগুড়া জেলা প্রতিনিধি:
গতকাল সোমবার দিবাগত রাতে বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের ফুলবাড়ী-ইছাইদহ ব্রীজ (বারুণীর মেলা ব্রীজ) এর উপর বাবর আলী (৪২) নামে ব্যক্তি কে, পূর্বের শত্রুতা জেরে জবাই করে হত্যা করা দুর্বৃত্তরা। আজ সকালে স্থানীয় জনগণ লাশটি ব্রিজের উপরে পড়ে আছে দেখে পুলিশে খবর দেয়। লাশটি আশপাশের গ্রামের লোকজন এক নজর দেখার জন্য ব্রিজের উপর ছুটে আসে। নিহত ব্যক্তি বাবর আলী আকাশতারা গ্রামের বাসিন্দা জানা গেছে। বাবর ধাওয়াপাড়া বটতলা এলাকার মুদি দোকানদার ছিলেন।
Leave a Reply