হারুন অর রশিদ- বগুড়া জেলা প্রতিনিধি:
রবিবার বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কাহালু উপজেলার বীরকেদার মিয়াপাড়া গ্রামের শিক্ষার্থী মনিরুল ইসলামের বাবার হাতে আর্থিক অনুদান প্রদান করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছেলিম উদ্দিন ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু ।
গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুপচাঁচিয়ায় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম নওগাঁ বদলগাছি বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যায়নরত ছিলেন।