রায়হান কবির- সহ-সম্পাদক:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে বন্ধ থাকা তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের দোকানপাট খুলে দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।
আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলার ওভারব্রিজের পূর্ব পাশে এস এস ড্রাগ হাউজের সামনে জনসম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে থেকে এস এস ড্রাগ হাউস ঔষধের দোকানটির তালা খুলে দিয়ে স্বাভাবিকভাবে খোলার নির্দেশ দেন মাওলানা এনামুল হক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির জয়নাল আবেদীন মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল সহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিঠাপুকুর উপজেলার গোসাইহাট বাজারের আওয়ামী লীগের নেতাকর্মীদের যেসব বন্ধ দোকান ছিল সবগুলো দোকান খুলে দিয়ে স্বাভাবিকভাবে দোকানপাট চালানোর সিদ্ধান্ত দেন, জেলা জামায়াতের সেক্রেটারি।
Leave a Reply