রায়হান কবির- সহ সম্পাদক:-
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই পূর্বপাড়া জামে মসজিদ সংস্কার এর গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসনাত এর বিরুদ্ধে।
এবিষয়ে বুজরুক ঝালাই পূর্বপাড়া জামে মসজিদের মসজিদ ইস্তাজামিয়া কমিটির পক্ষে মোঃ শাহিনুর ইসলাম মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুজরুক ঝালাই পূর্বপাড়া জামে মসজিদে মাটি ভরাটের জন্য বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হাসনাত প্রকল্প তৈরী করে উপজেলা পরিষদে ১৮/০১/২০২৩ ইং তারিখে জমা করেন। উক্ত মসজিদে মাটি ভরাটের কাজ না করে প্রকল্পের বরাদ্দকৃত ৫৪,৬৮৮/- টাকার মধ্যে ২০,০০০/- টাকা প্রদান করেন এবং বাকি ৩৪,৬৮৮/- টাকা তিনি নিজেই পকেটস্থ করেন। মসজিদ কমিটির লোকজন চেয়ারম্যান সাহেবের নিকট উক্ত টাকার জন্য দাবি করিলে বা কাজের কথা বলিলে চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন টালবাহানা করে হজ্জ্ব যাত্রির মোয়াল্লিম হিসেবে সৌদি আরবে গমন করেন। অত্র মসজিদে মাটি ভরাট না করায় মুসল্লিগণ নানা সমস্যায় ভুগিতেছেন এবং সরকারী টাকা আত্মসাৎ করায় চেয়ারম্যানের শাস্তির দাবি করেন ।
এবিষয়ে অত্র মসজিদের সভাপতি আবুল হাসনাত জানান, আমি ইউএনও বরাবর এবিষয়ে ১ বছর আগে একটি অভিযোগ দায়ের করি । কিন্তু এখন পর্যন্ত আমি কোন বিচার পাইনি । যে/যারা মসজিদের টাকা আত্মসাত করেছে আমি তার ন্যায্য বিচার চাই।
Leave a Reply