মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী হাটে এবি পার্টির যুগ্ম- সাধারণ সম্পাদক সোহেল বান্নাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতা এবং তার অনুসারীদের বিরুদ্ধে। আশংকাজনক অবস্থায় এবি পার্টির সোহেল বান্নাকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক- ১১:১৫ মিনিটে আওয়ামী লীগের দুই নেতার ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত পাওনা টাকা কমিশনে আদায় করে দেওয়াকে কেন্দ্র করে বিএনপি এবং এবি পার্টির দুই গ্রুপ ওই দুই নেতার পক্ষে স্ব-স্ব অবস্থান নিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, আওয়ামী লীগের দুই নেতা ওয়াদুদ আলী এবং সাবু উভয়ে একসময় ব্যবসায়িক পার্টনার ছিলেন। কিন্তু উপজেলা আওয়ামীগে গ্রুপিং থাকায় তাদের সম্পর্কের ঘাটতি হয় এবং ব্যবসায়িক সম্পর্কে টানাপোড়েন পড়ে। তবে দীর্ঘদিন থেকে সাবু দাবি করে আসছিলেন,ওয়াদুদের কাছে তিনি পার্টনারশিপের আঠারো লক্ষ টাকা পাবেন, যাহা কোনো ভাবেই ওয়াদুদ দিচ্ছেন না।
এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর ওয়াদুদের কাছ থেকে টাকা তুলতে সাবু উপজেলা বিএনপির নেতা সাদেকুল গ্রুপকে দায়িত্ব দেয়। বিএনপি নেতা সাদেকুল পাওনা টাকার জন্য ওয়াদুদকে ফোন দিলে ওয়াদুদ মিঠাপুকুর উপজেলা এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল বান্নার দ্বারস্থ হলে বিএনপি এবং এবি পার্টির এই দুই নেতার মধ্যে ফোনে হুমকি ধামকি এবং ক্ষমতার দাপট চলতে থাকে।
এরই জেরধরে শনিবার রাতে ছাদেকুল গ্রুপ এবং সোহেল গ্রুপ চ্যালেন্জ জানিয়ে মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী নন্দন মার্কেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে বাকবিতন্ডা এবং হাতাহাতি শুরু হয়। এলোপাতাড়ি মারামারির মধ্যে রামদা দিয়ে সোহেলের মাথায় আঘাত করা হলে সোহেল লুটিয়ে মাটিতে পড়ে যায়।
এসময় স্থানীয়রা সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা অবধি সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে এবং অবস্থা অবনতির দিকে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ রবিবার সকালে পাঁচটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।
Leave a Reply