মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধি:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুরের মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্যবান কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্যবান শিশু নির্বাচন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার সুজিত কস্তা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: এম এ হালিম লাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) জাহাঙ্গীর আলম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ওয়ায়েজেদুর রহমান ও জেসমিন সুলতানা প্রমুখ। স্বাস্থ্যবান শিশু নির্বাচন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বয়স ভিত্তিক ১৯ বিষয়ের উপর মূল্যায়ন পরবর্তীতে নির্বাচিত স্বাস্থ্যবান শিশু ও তার মা/পরিচর্যাকারীদের পুরস্কৃত করা হয়। গত বৃহস্পতিবার স্বাস্থ্যবান শিশু নির্বাচন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্ন্তগত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ম এলাকার-০-৫, ৬-১২, ১৩-২৪ মাস বয়সী মোট ৩০ জন শিশু ও শিশুদের মা-পরিচর্যাকারী অংশগ্রহণ করেন।###
Leave a Reply