রায়হান কবির: সহ-সম্পাদক
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ২৪/২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন, এ সময় উপস্থিত ছিলেন, হাকিবুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা মিঠাপুকুর। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন মাস্টার, সভাপতি মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান পরিষদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনায় উঠে আসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাট-বাজার, বিভিন্ন খাল-বিল, জলাশয়ে অবৈধ কারেন্ট জাল আটক করার আহ্বান জানানো হয়। এবং দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। এক্ষেত্রে বিদেশি মাছ বর্জন করে দেশীয় রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে মাছের চাহিদা পূরণ করার জন্য মৎস্য চাষিদের আহ্বান জানান তারা।
Leave a Reply