হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় দিয়ে বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান (শাহীন) এর দিক-নির্দেশনায় এ এস আই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার উচলবাড়িয়া বাজার হতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী রুবেল হোসেন (৩০)কে গ্রেফতার করেছেন।
রুবেল হোসেন কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বরঙ্গাশনি গ্রামের ওয়াহেদের পুত্র।
উল্লেখ্য যে, বগুড়া সদর থানার মাদক মামলায় রুবেল হোসেনের ২ বছরের বিনাশ্রম কারাদন্ড, ৩ হাজার জরিমানা, অনাদয়ে ১ মাস কারাদন্ডের আদেশ দেন আদালত।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান (শাহীন) রুবেল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।