হারুন অর রশিদ-বগুড়া প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৯ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা নামাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়৷ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার। এসময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে ভ্যানে করে সরকারি বস্তাসহ চালগুলো সালেক তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তা সরকারি বস্তা থেকে বের করে অন্য বস্তায় তুলে বাড়ীর দুইটি ঘরে রেখে দেন। সালেক একটি মহলের সহায়তায় ও অর্থে সরকারি চাল কেনা বেচা করছে। হতদরিদ্রদের বিতরণ করা চালসহ সরকার বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারি করার জন্য ঘরে মজুত করে রাখে। যা পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বিক্রি করতেন।
অভিযান পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার বলেন, ‘সরকারের খাদ্যবান্ধবে বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রহমানবালা এলাকার মৃত রমজান আলীর ছেলে সালেক মিয়ার বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় সালেকের বাড়ী তল্লাশি চালানো হলে দুইটি ঘর থেকে ১৮৯ বস্তা চাল জব্দ করা হয়৷ অভিযান চলাকালে বাড়ীর মালিক সালেক উপস্থিত না থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply