মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধিঃ
মিঠাপুকুরে জমা জমির বিরোধ নিয়ে ঘরবাড়ী ভাংচুর মারপিঠের ঘটনায় মিঠাপুকুর থানায় ৯জন কে আসামী করে মামলা দায়ের গ্রেফতার ১জন।
থানার মামলা সূত্রে জানা যায় মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের বুজরুকের পাড়া গ্রামের আব্দুর রহমানের সহিত প্রতিবেশী শহীদ মিয়ার দীর্ঘদিন ধরে জমা জমি ও পারিবারিক বিরোধ চলে আসছে, এর জের ধরে ঘটনা দিন (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় আসামি শহীদ মিয়ার হুকুমে কিছু বখাটে ছেলেপেলে লাঠি ও দেশীয় ধারালোঅস্ত্র নিয়ে এসে আব্দুর রহমানের বাড়িতে ভাঙচুর চালায় এবং মারপিট চালায় এতে জসিম ও রফিক নামে দুইজন ব্যক্তি ঘটনাস্থলে গুরুতর আহত হন আহত অবস্থায় স্থানীয় জনতা তাদেরকে চিকিৎসার জন্য মিঠাপুকুর মেডিকেলে ভর্তি করায়।
একই দিনে সাড়ে এগারোটার দিকে আনন্দবাজারে আসামি জাহাঙ্গীর আলমের হুকুমে ও সেফাউলের নেতৃত্বে বাদীর গাড়ামালের দোকানে ভাঙচুর ও মালামাল আনুমানিক ৮৫ হাজার টাকা ক্ষতি সাধন করে ও মালামাল বিক্রয়ের ৯৬ হাজার টাকা ক্যাশ থেকে লুট করে নিয়ে যায় এতে মোট ক্ষয় ক্ষতি হয় আনুমানিক বাড়ি ভাঙচুরের ২০ হাজার টাকা সহ প্রায় ২ লক্ষাদিক টাকার ক্ষতি সাধন করে।
এরই জের ধরে (১৯সেপ্টেম্বর) মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন বাদী আব্দুর রহমান যার মামলা নং ৪০। এই মামলায় ৩ নং আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেন মিঠাপুর থানা পুলিশ।