রায়হান কবির: সহ-সম্পাদক
রংপুরের মিঠাপুকুর উপজেলায় কৃষি অফিসের হলরুমে উপজেলার ১৭ টি ইউনিয়নের কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ আয়োজনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিঠাপুকুর শাখা এর আয়োজনে কৃষি সমৃদ্ধ খরিপ- ২/২০২৪-২৫ মৌসুমে মাষকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নির্মিত্তে ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ চন্দ্র বর্মন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঠাপুকুর, রংপুর। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, ও ১৭টি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ ১৭টি ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ১৩০ জন কৃষকদের মাঝে, সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা।
Leave a Reply