সম্পাদকীয়
রংপুরের মিঠাপুকুরে উপজেলায় “মিঠাপুকুর প্রেস ক্লাব” এর সকল সদস্যদের কন্ঠ সমর্থনে দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদিত হয়েছে। এতে দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ শাদী সরকারকে সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান রিপুলকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর ) দুপুরে আহ্বায়ক কমিটির সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে ৩১ সদস্য বিশিষ্ট তিন বৎসের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শামীম আখতার,সহ-সভাপতি দৈনিক সংগ্রামের হাফিজুর রহমান,যুগ্মসাধারণ সম্পাদক যায়যায়দিনের রুবেল হোসাইন সংগ্রাম,সাংগঠনিক সম্পাদক আওয়ার বাংলাদেশের আশিকুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক বাংলার দ্রুতের আজিজুল ইসলাম মজুমদার,কোষাধাক্ষ্য নয়া দিগন্তের শাহিন মন্ডল,দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশের খবরের রুবেল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক স্বাধীন মতের রায়হান কবির,প্রচার সম্পাদক আজকালের খবরের হাফিজুর রহমান মানিক,সহ-প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলোকিত বাংলাদেশের সুলতান মারজান,ক্রীড়া বিষয়ক সম্পাদক দি নিউ নেশনের বিপ্লব রহমান,শিক্ষা বিষয়ক সম্পাদক পদে দৈনিক সংবাদের আনোয়ার হোসেন রাব্বি এবং ১নং কার্য নির্বাহী সদস্য প্রদীপ কুমার গোস্বামী।
সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি ও উপদেষ্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘোষিত এ কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।