মিঠাপুকুর প্রতিনিধি-
রংপুরের মিঠাপুকুরে দ্রব্য মূল্যের দাম বেশি রাখায় তিন দোকান মালিককে পৃথক তিনটি মামলায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ।
শনিবার (১৯-অক্টোবর) দুপুরে মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী শঠিবাড়ী হাটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন,কৃষি বিপনন অধিদপ্তরের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, বাজার মালিক সমিতির প্রতিনিধি, মিঠাপুকুর থানা পুলিশ সদস্য সহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ জানান, দেশের সার্বিক পরিস্থিতির সূযোগে একদল অসৎ ব্যবসায়ি খাদ্যদ্রব্য মজুদ এবং মূল্যবৃদ্ধি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কালোবাজারি এবং বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার এবং উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ বিশেষ শঠিবাড়ী হাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্যতালিকা না থাকায় ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় কৃষি বিপণন আইন-২০১৮ ধারায় ৩,জন দোকান মালিককে ৩টি মামলায় ৩,৫০০/- জরিমানা করা হয়েছে।
Leave a Reply