রায়হান কবির
রংপুরের মিঠাপুকুর উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে পাওয়ার ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী গুরুতর আহত হন।
গত সোমবার (৭ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৫.৪৫ মিনিটের দিকে রংপুর ঢাকা মহাসড়কের এস,এ ফিড কোম্পানির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সাংগঠনিক কাজ শেষ করে রংপুর থেকে মিঠাপুকুর নিজ এলাকায় আসার পথে রশিদপুর এস,এ ফিড কোম্পানির সামনে এলে একটি পাওয়ার ট্রলির সাথে আকস্মিকভাবে ধাক্কা লাগায় গুরুতর আহত হন জেলা জামায়াতের আমির। সাথে সাথে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মিঠাপুকুর হাসপাতালে নিয়ে আসেন। মিঠাপুকুর মেডিকেলের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন, এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান তার বাম পায়ের হাঁটুর হার ভেঙ্গে গিয়েছে।
দেশবাসীর কাছে সুস্থতা কামনা করে জেলা জামায়াতের আমির ও মিঠাপুকুরের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী সবার কাছে ইতিমধ্যেই দোয়ার আহবান জানিয়েছেন। এ ছাড়াও জেলা আমিরের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, উপজেলা জামায়াতের আমির জয়নাল আবেদী মাস্টার ও সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুজ জাহের নোমান ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেলাল, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সহ-সভাপতি, হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রিপুল)।
Leave a Reply