রুবেল হোসাইন-মিঠাপুকুর
রংপুরের মিঠাপুকুরে রানীপুকুর স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি: শফিকুল ইসলাম রাঙ্গা এবং অধ্যক্ষ-আব্দুল্লাহেল কাফির বিরুদ্ধে অর্ধকোটি টাকা নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগ বানিজ্য ছাড়াও বিদ্যালয়ের পুকুর,ধানের জমি ও দোকান ভাড়ার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে মর্মে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন অভিভাবক সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা যায় ,রানীপুকুর স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি-শফিকুল ইসলাম রাঙ্গা আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এবং রানীপুকুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। রানীপুকুর স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ার পর সফিকুল ইসলাম রাঙ্গা নিয়মনীতির তোয়াক্কা না করে আব্দুলাহেল কাফীর যোগসাজশে নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন ভাবে প্রতিষ্ঠানটিকে গিলে খেয়েছেন। একক আধিপত্য আর দলীয় প্রভাব বিস্তার করতেন আবদুল্লাহেল কাফী।
বিদ্যালয় অভিভাবক সদস্য গোলাম মোস্তফা, নাজমুল সাহেদ, ফরহাদ আলী, জুয়েল মিয়া ও নুরজাহান বেগম জানান, আমরা ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে সাবেক -সভাপতি শফিকুল ইসলাম রাঙ্গা এবং অধ্যক্ষ: আবদুল্লা হেল কাফির বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। তাদের দাবি, নিয়োগ বানিজ্য ছাড়াও ছাত্রছাত্রীদের ভর্তি ফি-সেশন ফি, বেতন, ফরম পুরন, প্রশংসাপত্র থেকে অতিরিক্ত অর্থ আদায় করে ব্যাংকে জমা না করে আত্মসাৎ করা হয়েছে। উপবৃত্তি বাবদ টিউশন ফি উত্তোলন করে বিদ্যালয়ের কাজ না করে আত্মসাৎ করা হয়েছে। সরকার কর্তৃক শিক্ষা মন্রনালয় থেকে জবাবদিহি ৫ লক্ষ টাকার ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।প্রতিষ্ঠানের প্রধান ফটক নির্মানকল্পে বরাদ্ধকৃত টাকা নির্মানকাজ শেষ না করে এসএসসি- পরীক্ষার কেন্দ্র ফি আদায় থেকে আত্মসাৎ করেছেন অধ্যক্ষ এবং সাবেক সভাপতি ।
নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে রানীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ-আব্দুল্লাহেল কাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিভাবক সদস্যরা প্রত্যেকেই একজন করে লোক নিয়োগ দিয়েছে। টাকা পয়সা যা নেওয়ার সভাপতি সহ তাঁরাই নিয়েছেন। বাকী অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাঙ্গার সঙ্গে অভিযোগের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সরকার পতনের পর তিনি গা-ঢাকা দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply