1. admin@upcmsangbad24.com : upcm24admin :
সোমবার, ১২ মে ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিঠাপুকুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিব ও শেখ রাসেলের ছবি মিঠাপুকুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে পরকীয়ার জেরে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ মিঠাপুকুরে বাড়িতে হামলা ও বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি। চা খাওয়ার জন্য ঘুষ নেন ইউএনও অফিস সহকারী রায়হান মিঠাপুকুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মিঠাপুকুরে মাদক জুয়া নির্মূলে সাধারণ মানুষের প্রশংসা পাচ্ছেন ওসি আবু বক্কর সিদ্দিক মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিঠাপুকুরে ডিপ্লোমা পড়ুয়া কলেজ ছাত্রের আত্মহত্যা

পৃর্ব শত্রুতার জেরে বাড়ি ভাংচুর, ২ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।

রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আরিফপুর গ্রামে গত ৩১ অক্টোবর বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে হঠাৎ আক্রমণ চালিয়ে বাড়িঘর ভাংচুর ও প্রায় ২ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে একই গ্রামে বসবাসরত সোহান মিয়া (২৬) ও হাফিজার রহমান (৫০) এর বিরুদ্ধে।

এবিষয়ে ভুক্তভোগী শহিনুর রহমানের পক্ষে তার মামা হুমায়ন কবির বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শহিনুর রহমান দীর্ঘদিন থেকে জীবিকার তাগিদে ঢাকা শহরে বসবাস করে । এরই সুযোগে গত ৩১ অক্টোবর ২০২৪ ইং তারিখে বিকেলে শহিনুর রহমান এর বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে বিবাদী-সোহান মিয়া ও হাফিজার রহমানদ্বয় অজ্ঞাতনামা আরো অনুমান ৩/৪জন বিবাদীসহ সু-কৌশলে বাড়িতে প্রবেশ করে বাড়ির ভিতরে থাকা অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার বিভিন্ন মালামাল লুট ও চুরি করে নিয়ে যায়। সেইসঙ্গে বাড়ির বেড়া, টাটি ও ঘরের বেড়ায় থাকা টিন ভাংচুর করে খুলে ফেলে এবং ভাংরির দোকানে বিক্রি করে দেয় ।

উল্লেখ্য বিবাদী হাফিজার রহমানের ছেলে সোহান মিয়ার সাথে বাদি শাহিনুর রহমানের কন্যার ৩ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকেই সোহান মিয়া নানাভাবে তার স্ত্রীকে মানুষিক ও শারীরিক অত্যাচার ও নির্যাতন করতে থাকে । এরই সুবাধে গত ১০ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের ঘটে একটি নবজাতক ১ বছর ৭ মাস বয়সি ছেলে সন্তান রয়েছে বলেও জানা যায় ।

এলাকাবাসীর ধারণা বিবাহবিচ্ছেদের কারণেই সোহান তার সাবেক শ্বশুরের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট চালায় ।

প্রতিবেশি হুমায়ূন কবির জানান, আমি লোক মারফত শুনতে পেলে ঘটনাস্থলে গিয়ে দেখি সোহান ঘরবাড়ি ভাংচুর করছে। পরে সেই ঘরের টিনের বেডা নিজেই বিক্রি করেছে বলেও শুনেছি । সে একজন উশৃংখল ও মাদকাসক্ত যুবক। তাকে বারবার নিষেধ করা সত্বেও সে ভাংচুর করা বন্ধ রাখেনি। তার বিচার না হলে এলাকার বাকি যুবকেরাও এসব কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ।

এবিষয়ে বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান জানান, ঘরবাড়ি ভাংচুরের ঘটনার সত্যতা রয়েছে । আমি নিজে ঘটনাস্থল পরিদরর্শন করেছি । বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। সমাধান না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২৪, (UPCM সংবাদ২৪) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি