রতন বাবু স্টাফ রিপোর্টার
" এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই"- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে তারুণ্যে উৎসব উদযাপন উপলক্ষে জুলাই বিপ্লব ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামাওয়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন,বিপ্লবী জুলাইয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুতাসুম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাকিবুর রহমান প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, গত জুলাই বিপ্লব আন্দোলনে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্থানে স্তুপ থাকায় ময়লা বিডি ক্লিন কর্মীরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে প্রতিবন্ধীদের মাঝে ১২ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।