নিজস্ব প্রতিবেদকঃ রায়হান কবির
“ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল“ রংপুরের মিঠাপুকুর উপজেলায় মিঠাপুকুর ক্রিকেটারস আয়োজিত ২-দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী হিসেবে মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদ পূর্ণমিলনী আনন্দময় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে।
মিঠাপুকুর উপজেলার সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের আয়োজনে, ক্রিকেট টুর্নামেন্ট `(ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন)` অনুষ্ঠিত হবে (সিজন-১) ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪,এর খেলা, এতে অংশগ্রহণকারী দল হিসেবে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবেন,
১। মিঠাপুকুর ফাইটার্স।
২। মিঠাপুকুর এলিভেন বয়েজ।
৩। মিঠাপুকুর স্পিড রাইডার্স।
ও ৪,নং দল হিসেবে মিঠাপুকুর চ্যাম্পাস।
মোট ৪টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
উক্ত ঈদ পূর্ণমিলনী ও ২ দিনব্যাপী ক্রিকেট খেলায় আপনারা সবাই আমন্ত্রিত।
Leave a Reply