নিজস্ব প্রতিবেদকঃ রায়হান কবির
রংপুরের মিঠাপুকুর উপজেলায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গত ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে হেলিকাপটার মার্কার বিজয়ী কামরুজ্জামান কামরু আজ ২৩ জুন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে প্রথম মাসিক সভায় যোগদান এবং বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রবিবার (২৩ শে জুন) মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে প্রথম মাসিক সভায় যোগদান ও সভাপতিত্ব করেন নবনির্বাচিত জনপ্রিয় জননেতা কামরুজ্জামান কামরু। এই সময় প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন সরকার মাননীয় সংসদ সদস্য ২৩-রংপুর, ৫-মিঠাপুকুর ও সম্মানিত সদস্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এছাড়াও, বিশেষ অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, বিশেষভাবে উপস্থিত ছিলেন, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান গন, সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত মাসিক সভা অনুষ্ঠান শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও উপজেলার বেগম রোকেয়া অডিটোরিয়াম হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনার মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শেষ হয়।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের দেশপ্রেমী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বাংলাদেশের সকল মানুষের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply